
ইসমাইল হোসেন: সখীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে প্রবাসী আল-আমীনের (২৮) সঙ্গে ওই এলাকার ব্যবসায়ী দুলাল হোসেনের মেয়ে মিতু আক্তারের বিয়ের প্রস্তুতি চলছিল। সন্ধ্যায় খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ওই বিয়ে বন্ধ করার নির্দেশ দেন।
এ বিষয়ে আয়শা জান্নাত তাহেরা বলেন, মিতু বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবেনা মর্মে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেয়া হয়।