নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে কাউলজানী ইউনিয়ন পরিষদের আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলে বজ্রপাতে রবিউল ইসলাম (৩০) নামে অটোরিক্সা চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার কাউলজানী চর পাড়া এলাকার বছির মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জনান, নিহত ওই ব্যক্তি নব-নির্বাচিত কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি চৌধুরীর বিজয় মিছিলে যোগ দেয়। মিছিলটি কাউলজানী চরপাড়া এলাকায় পৌছলে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। এরই এক পর্যায়ে বজ্রপাত্রে ঘটনা ঘটে। এতে ওই সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যপারে কাউলজানী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ সামাজিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।