নিজস্ব প্রতিবেদক: বাসাইলে পানিতে ডুবে সোনালী (৬) ও সিরুমী (৯) নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত সোনালী উপজেলার কাশিল গ্রামের মনির খানের এবং সিরুমী একই এলাকার ভুলু জমাদারের মেয়ে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির বাহিরে খেলতে যায়। সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে ঝিনাই নদীর ঘাটে তাদের জুতা দেখে নদীতে খোঁজাখুঁজি করে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।