নিজস্ব প্রতিবেদক: শনিবার টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় ঐক্যের স্বার্থে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে তাদের দলীয় প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থীকে সমর্থন দিয়েছে। ফলে নির্বাচনটিকে ঘিরে রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হয়েছে। বিএনপির এ সিদ্ধান্তকে মেনে না নিয়ে উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল নির্বাচনের মাঠে অটল থাকার ঘোষণা দিয়েছেন। ফলে জমে উঠেছে বাসাইল পৌরসভার নির্বাচন। ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দিপনা। চলছে নানা হিসেব-নিকাশ ও জল্পনা-কল্পনা।আজ শনিবার টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় ঐক্যের স্বার্থে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে তাদের দলীয় প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থীকে সমর্থন দিয়েছে। ফলে নির্বাচনটিকে ঘিরে রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হয়েছে। বিএনপির এ সিদ্ধান্তকে মেনে না নিয়ে উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল নির্বাচনের মাঠে অটল থাকার ঘোষণা দিয়েছেন। ফলে জমে উঠেছে বাসাইল পৌরসভার নির্বাচন। ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দিপনা। চলছে নানা হিসেব-নিকাশ ও জল্পনা-কল্পনা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ও বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম প্রতিষ্ঠিত দল কৃষক শ্রমিক জনতালীগের উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপু ও বিএনপির প্রার্থী এনামুল করিম অটল প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা বিএনপির সভাপতি মেয়র প্রার্থী এনামুল করিম অটল বলেন, ‘কেন্দ্র থেকে এ বিষয়ে একটি ঘোষণা আসলেও আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। এ নির্বাচনে আমার অবস্থা সবার চেয়ে ভালো। নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হব।’
নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বান্দ্বিতা করছেন। ১০টি কেন্দ্রের মধ্যে ৬টিকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাসাইল পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪’শ। এর মধ্যে ৮ হাজার ৪৭৫ জন নারী ভোটার এবং ৭ হাজার ৯২৫জন পুরুষ ভোটার।