নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-০৮ বাসাইল-সখীপুরে তিন সহাস্রাধিক হত দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীর উদ্যোগে গত সোমবার থেকে বাসাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। এ সময় চাউল, আলু, ডাল ও সাবান বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে সখীপুর পৌর শহরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সামাদ সিকদার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌরসভা শাখার সভাপতি আয়নাল সিকদার, ফরমান আলী মাষ্টার, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল রেজা, আলমগীর হোসেন প্রমুখ। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নির্দেশনাগুলিকে সহযোগীতা করতে জাতীয় পার্টি প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে আমরা বাসাইল-সখীপুরসহ সারা দেশে অসহায় ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালাচ্ছি।