নিজস্ব প্রতিবেদক: সখীপুর ও বাসাইল উপজেলা বিএনপির তিন নেতার সদস্যপদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সখীপুর উপজেলা বিএনপি’র একাংশের নেতাকর্মীরা। শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে স্থানীয় মুখতার ফোয়ারা চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, পৌর বিএনপি নেত আবদুল বাছেদ সিকদার, ছাত্রদল নেতা আবু রায়হান রাসেল প্রমুখ বক্তব্য দেন। সদদ্যপদ স্থগিতের পেছনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আহমেদ আযম খানের হাত রয়েছে অভিযোগ করে সমাবেশে শেখ মোহাম্মদ হাবিব তাকে সখীপুরে অবাঞ্চিত ও প্রতিহত করার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্র্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসাইল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, উপজেলা পরিষদের চেয়াম্যান কাজী শহীদুল ইসলাম, সখীপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীব ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বাছেদ সিকদারের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়। ফেসবুকে এ খবর ছড়িয়ে পড়লে নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এদিকে গত শুক্রবার বাসাইলেও এক বিক্ষোভ সমবেশ থেকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আহমেদ আযম খানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
-এসআইএস/এসএ