- নিজস্ব প্রতিবেদক: এনপি-জামাত স্বাধীনতা বিরোধী। তাদের ঘাড়ে এখনও পাকিস্তানি ভূত চেপে আছে। তাই তারা ইভিএম পদ্ধতি এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনও চায় না। গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাংলো চত্বরে স্থানীয় যুবলীগ আয়োজিত যুব সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সমাবেশের উদ্বোধন করেন। সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরমেয়র আবু হানিফ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সম্পাদক ফারুক হোসেন মানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার প্রমুখ বক্তব্য দেন।