সাইফুল ইসলাম সানিঃ সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (২৭) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা-সখীপুর সড়কের পূর্বদেশ ফিলিং স্টেশনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমারে কাজ করার সময় অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সোহেল রানা পাশ্ববর্তী ভালুকা উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলীর ছেলে।
এ ব্যাপারে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জামাত আলী আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত সোহেল রানা বিদ্যুৎ অফিসের ঠিকাদার জিন্নাহ মিয়ার অধীনে কাজ করত।
SB/SUNNY