
- সাইফুল ইসলাম সানি: সখীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বড়চওনা ফুলকুড়ি বিদ্যানিকেতন স্কুল মাঠে বসুন্ধরা আই হসপিটাল ও প্রবীণ কল্যাণ কেন্দ্র দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে সখীপুরসহ পাশ্ববর্তী ভালুকা ও ঘাটাইল উপজেলার প্রায় পাঁচ’শ হতদরিদ্র রোগীকে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ৫০ জন রোগীকে ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশনের জন্যে নির্বাচন করা হয়। ২৮ মার্চ ওইসব রোগীদের চোখের ছানি অপারেশন করা হবে। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক এম এ খালেক ও মজিবর রহমান এসব হতদরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এর আগে সকালে স্থানীয় কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. মোহাম্মদ শামসুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় প্রবীণ কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা শাহজালাল চৌধুরীর সভাপতিত্বে আবদুল হালিম সরকার, অধ্যাপক খান মোহাম্মদ সেলিম, মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, আবদুল হাই, বড়চওনা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ভালুকা উপজেলার ঢালুয়া ছিটালপাড়া গ্রামের চক্ষু রোগী বিধবা সুমলা (৭০) বলেন, ‘আমি চোখে ঝাপসা দেহি। টেহার অভাবে ডাক্তর দেহাবার পারিনা। এহানে বিনা পয়সায় অপারেশন করা অইবো হুইন্যা আইছি।’
সখীপুর উপজেলার জামার হাটকুড়া গ্রামের দরিদ্র আবদুল মান্নান (৬৬) দুই চোখেই ঝাপসা দেখেন। তিন ছেলে কেউ তাঁর খোঁজ রাখেন না। তাই দুনিয়া দেখার স্বাদ মিটে গেছে অনেক আগেই। ঢাকায় নিয়ে চোখ অপারেশন করার পর তিনি আবার দেখতে পারবেন এ কথা শুনেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
প্রবীণ কল্যাণ কেন্দ্রের সভাপতি মো. শাহ জালাল চৌধুরী বলেন, ‘ প্রবীণ কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে এমন মহৎ উদ্যোগ এর আগেও গ্রহণ করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে এ সেবা অব্যাহত থাকবে।’