- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সখীপুর ডাকবাংলো চত্বরে ‘আমাদের সখীপুর আলোকিত সখীপুর’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়াও বিনামূল্যে ১৯ জন চক্ষু রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভিন মিনা, আ’লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কমা-ার এম ও গণি, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকছুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ চক্ষু, দন্ত, গাইনী, মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করেন। এর আগে গত ১৩ মার্চ সোমবার সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র দুই শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা দেয়। ওইদিন পরীক্ষা-নিরীক্ষা শেষে চোখে ছানিপড়া ৩১ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। ‘আমাদের সখীপুর, আলোকিত সখীপুর’ -এর সমন্বয়ক জাহাঙ্গীর তারেক বলেন, ‘আমাদের সংগঠনটি শুধুমাত্র আর্ত-মানবতার সেবা প্রদানের জন্য গঠন করা হয়েছে। পরবর্তীতে দরিদ্র রোগীদের সুবিধার্থে একটি ব্লাড ব্যাংক খোলার কথা চিন্তা করা হচ্ছে।