
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ১২টি উপজেলা থেকে ১০০১ টি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ যাবতীয় সামগ্রী পাঠানো হচ্ছে। টাঙ্গাইল জেলা রিটানিং কর্মকর্তা শহীদুল ইসলামের কার্যালয় থেকে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ সকল সরঞ্জাম বিভিন্ন উপজেলায় পাঠানো হয় । ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিতরণ ক্ষেত্রে অবস্থান করছেন ম্যাজিস্ট্রেট । উপজেলা থেকে কেন্দ্রে পাঠানো হচ্ছে স্টাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপ পিন ইত্যাদি সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় মোট ভোটার ২৭ লাখ ৮৩ হাজার ৩৯৮ জন। এর মধ্যে মহিলা ১৪ লাখ ৪৪ হাজার ৮৭ জন এবং পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৯১১ জন।