নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাসের ভয়ে ঘরে বসে থাকা শ্রমজীবী অসহায় মানুষের মধ্যে ৩০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করছে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ পোড়াবাসা। শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার ভ্যানচালক, চা বিক্রেতা, বয়স্ক ও দুঃস্থ্য মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় এসোসিয়েশনের সভাপতি সোহেল সিকদার, সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদসহ অন্যান্য সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থ্যদের হাতে চাউল, আলু, ডাউল, ময়দা ও সাবানের প্যাকেট তুলে দিয়ে আসে।

এসোসিয়েশনের সভাপতি সোহেল সিকদার বলেন, এসোসিয়েশনের অর্থায়নে সকল সদস্যদের নিয়ে দুঃস্থ্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকেই সাধ্য অনুযায়ী আরো খাদ্যসামগ্রী বিতরণ করবো।
–এসবি/সানি