- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে গত বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করে। সখীপুর পৌরসভার সহযোগিতায় ‘ওয়াটারএইড’ ও ‘বাসা’ নামের দুইটি বেসরকারি সংস্থা কর্মসূচিতে অর্থায়ন করেন। ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাফিউল করিম খান, পৌর কাউন্সিলর জামাল হোসেন, কেবিএম রুহুল আমীন প্রমুখ। এরআগে সকাল সাড়ে ১০টায় একটি শোভাযাত্রা শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।