নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার বেতুয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার বেতুয়া ও কৈয়ামধু গ্রামে দরিদ্র ও অসহায়দের বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। বিশিষ্ট সমাজসেবক এমএন্ডএম ইয়ার্ণ ডাইং মিলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মুহম্মদ আল মামুন ও লাইব্রেরির ডোনারদের অনুদানে এ সহায়তা দেওয়া হয়। প্রকৌশলী মুহম্মদ আল মামুন বলেন, দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মানব সেবা করতে আমার এ সামান্য প্রচেষ্টা।