
- নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বোয়ালী ডিগ্রি কলেজের নবীনবরণ উৎসব পালিত হয়েছে। শনিবার কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা সঙ্গীতানুষ্ঠান ও আঁতশবাজি ঝলকানোর মাধ্যমে দিনব্যাপী এ উৎসব পালিত হয়। বিকেলে আলোচনা সভায় সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, অধ্যক্ষ সাঈদ আজাদ, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার প্রমুখ বক্তব্য দেন। এ সময় কলেজের প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাক বিএসসি, সখীপুর প্রেসক্লাব সভাপতি ও সখীপুর বার্তা’র সম্পাদক শাকিল আনোয়ার, বিএল চাষী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জনপ্রিয় কণ্ঠ শিল্পী মোনা, বিপাশা ও রেডিও টেলিভিশনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।