17 C
Dhaka
Thursday, January 23, 2025

সখীপুর আবাসিক মহিলা কলেজে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুর উপজেলার একমাত্র নারী...

সখীপুরে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮)...

লাবীব গ্রুপে এসএসসি ও এইচএসসি পাশে নিয়োগ, সখীপুরবাসীর অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক: লাবীব গ্রুপের সিস্টার কনসার্ন Excel...

বড়চওনা উচ্চ বিদ্যালয়ে ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সখীপুরবড়চওনা উচ্চ বিদ্যালয়ে ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের বড়চওনা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণের দাবিতে শিক্ষকদের অফিসে তালাবদ্ধ করে রাখে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০২০ সালে অনুষ্ঠিতব্য এসএসসির নির্বাচনি পরীক্ষায় বড়চওনা উচ্চবিদ্যালয় থেকে নতুন ৭৯ জন ও পুরাতন (আগের বছর ফেল করা) ২৯ জনসহ মোট ১০৮জন পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে মাত্র ১২জন কৃতকার্য হয়।
নির্বাচনি পরীক্ষায় কৃতকার্য হওয়া ওই ১২জন এসএসসির ফরম পূরণও করে। কিন্তু বাকি শিক্ষার্থীরা ফরম পূরণের সুযোগ না পেয়ে প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষকদের কক্ষ তালাবদ্ধ করে মিছিল নিয়ে ঢাকা-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে গিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের ফরম পূরণের কথা বলে জরিমানার নামে অতিরিক্ত টাকা আদায় করে। প্রধান শিক্ষক অতিরিক্ত টাকা আদায় করে অকৃতকার্যদের ফরম পূরণ করছে- এ ধরনের অভিযোগ পেয়ে ইউএনও বিষয়টি তদন্ত করার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা গত ১৬ নভেম্বর ওই বিদ্যালয়ে গিয়ে নির্বাচনি পরীক্ষার ফলাফল সিটসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেন। পরে ইউএনওর নির্দেশে ওই প্রধান শিক্ষক অকৃতকার্যদের কাছ থেকে ফরম পূরণের জন্য আদায়কৃত সমুদয় টাকা ফেরত দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, শনিবার ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগকারী শিক্ষার্থীদের সামনে খাতা পূনঃ নিরীক্ষণ করা হয়। ফেল করা কোনো শিক্ষার্থী পুনঃনিরীক্ষণে পাশ করেনি। ফলে অকৃতকার্য কেউ ফরম পূরণের সুযোগ পাবে না।
এসবি/ইসমাইল

Check out our other content

Check out other tags:

Most Popular Articles