- নিজস্ব প্রতিবেদক: ভাষা শহীদদের স্মরণে উপজেলার হাতীবান্ধা গ্রামের ‘তামিলঘর’ প্রাঙ্গণে বিনামূল্যে কিডনি ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়। গত মঙ্গলবার কিডনি এওয়ারনেস মনিটরিং এ- প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এ কর্মসূচির আয়োজন করে। দিনব্যাপি কর্মসূচিতে ঢাকার বিভিন্ন হাসপাতালের কিডনি ও চক্ষু বিভাগের চিকিৎসকরা আড়াই হাজার গরিব ও দুঃস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
দুপুরে তালিমঘর চত্বরে ‘কিডনি রোগ প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনায় কিডনি ও চক্ষু ক্যাম্পের উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আবদুল মালেক মিয়ার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ক্যাম্পসের প্রতিষ্ঠাতা কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ সামাদ বলেন, ‘ক্যাম্পস’ গত ১৩ বছরে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৬৮ হাজার রোগীেেক বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর ক্যাম্পসের এ উদ্যোগ। তিনি আরও বলেন, কিডনি রোগের সৃষ্টি, কারণ ও রোগ শনাক্ত করাসহ মানুষকে আধুনিক চিকিৎসা সম্পর্কে সচেতন করতে পেরেছি।’