নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চনাটক “আবার যুদ্ধ হবে” নাটক মঞ্চস্থ হয়েছে। উপজেলার কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে ১৬ ডিসেম্বর রাতে বজলুর রহমান খোকনের রচনা ও নির্দেশনায়- সারথী ক্লাবের আয়োজনে এ মঞ্চনাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আজহারুল ইসলাম, ইউসিসিএলিঃ চেয়ারম্যান কে বি এম রুহুল আমীন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের টাংগাইল জেলা শাখার সহ-সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, আতোয়ার রহমান, জলিল বিএসসি,
আঃ কদ্দুস মাখন, মজিবর রহমান ফকির,
আখতারুজ্জামান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বজলুর রহমান খোকন জানায়, প্রতিবারের মতো এবারও নাটকে ছিল উপচে পড়া মানুষের ঢল। সমসাময়ীক ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এ নাটকটি ছিল তরুণ সমাজকে স্বাধীনতার আলোয় উজ্জীবিত করার প্রয়াস। এরকম নাটক মঞ্চায়নের মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য আরো বৃদ্ধি পাবে বলেও তিনি মনে করেন। এসবি/ইসমাইল