নিজস্ব প্রতিবেদকঃ সমাজে প্রায় নব্বই ঘর মুসলিমের মাঝে মাত্র তিনটি হিন্দু পরিবারের বসবাস। তাদেরই একটি
শ্রী বিমান চন্দ্র বর্মনের পরিবার। যৌবন বয়সে দারুণ সুঠামদেহী বিমান ছিলেন এক সময়ের সেরা ফুটবলার। তিনি হাডুডু খেলতে পারতেন ভালো। সে যখন হাডুডু খেলার মাঠে দম নিতেন তখন কোন বলবান পুরুষের সাধ্য ছিলো না আটকে রাখার। যৌবনকালে খেলাধূলা ছিল তার নেশা। বিমান সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বখতিয়ার পাড়ার সর্ব উত্তরের হিন্দু বাড়িটি তার।
বিমানের পেশা ছিল মাটি, বাঁশ ও কাঠকাটা। এখন বয়স পঞ্চাশের কোটায়। আগের সেই যৌবন এখন আর নেই। নেই গতর খাটিয়ে উপার্জন করার শক্তি। ভিটেমাটি ছাড়া কিছু নেই তার। তবুও কোনমতে জীবন চলছিল বিমানের। কিন্তু জীবন চলার পথে বাঁধা হয়ে দাড়ায় কিডনির সমস্যা। ডাক্তারি রিপোর্ট বলে কিডনিতে পাথর হয়েছে। এতে প্রয়োজন লাখ টাকা। কিন্তু তিনি এতোগুলা টাকা পাবেন কোথায়? চিকিৎসা না হলে যে জীবন বাঁচানো দায়। এদিকে বিমানের অসুস্থতার খবর শুনে এগিয়ে আসে গড়বাড়ী বখতিয়ার পাড়া স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। নিজেরা চাঁদা দিয়ে শুক্রবার তার হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন।


