

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রত্যয়ে মাদক ও জঙ্গি প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সখীপুর থানা ক্যাম্পাসে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম পিপিএম’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, উপজেলা কমিউনিটি পুলিশিং’র সভাপতি অধ্যক্ষ রেনুবর রহমান, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি ও সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতি নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশে পুলিশ সুপারের সঙ্গে উপজেলার মাদক, জঙ্গি, মোটরসাইকেল চুরি, ইভটিজিংসহ নানাবিধ সমস্যা প্রতিরোধে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

