নিজস্ব প্রতিবেদক: সখীপুরে হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার বাজাইল গ্রাম থেকে আহসান উদ্দিন (৭০) নামের মাদক ব্যবসায়ীকে ৫’শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাবুরিয়া গ্রামে। অন্যদিকে উপজেলার দাড়িয়াপুর গ্রামের আলমগীর হোসেন (২৪) ও যাদবপুর গ্রামের মনছুর আলীকে (২৩) বেড়বাড়ী বাজারের রোকেয়া ডেন্টাল ক্লিনিক থেকে এক গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।