নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার ১১টায় সখীপুর-সাগরদিঘী সড়কে উপজেলার বড়চওনা বাজার এলাকায় কালিয়া ইউনিয়ন ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় সখীপুর-ঢাকা ও সখীপুর-টাঙ্গাইলগামী বাস, ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারসহ কয়েক শতাধিক যান আটকে পড়ে।
মানববন্ধন শেষে সমাবেশে আজাদ হীরার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, ব্যবসায়ী নেতা আবদুস সাত্তার, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, কলেজ শিক্ষক খান মোহাম্মদ সেলিম, কেবিএম রুহুল আমিন, আলমাস আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ সরকার, সাধারণ সম্পাদক সজীব আহমেদ, শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।