নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মায়ের শাবলের আঘাতে গুরুতর আহত মাদকাসক্তপুত্র জুয়েল রানার (২৪) মৃত্যু হয়েছে। আহত হওয়ার চারদিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার সকালে সে মারা যায়। জুয়েল সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে। জানা যায়, জুয়েল রানা (২৪) দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে এলাকায় নানা অপকর্ম করে আসছিল। নেশার টাকা না পেয়ে মাকেও বহুবার মারধর করেছে সে। অতিষ্ঠ হয়ে বছর খানেক আগে মা জামিরন নেছা পুলিশের হাতে তুলে দিলে তিন মাস জেলও খাটে জুয়েল। গত বুধবার সকালে মাদকের টাকার জন্য তার মাকে গালিগালাজ করে এবং মারতে উদ্যত হয়। এক পর্যায়ে মা অতিষ্ঠ হয়ে লোহার শাবল দিয়ে ছেলে জুয়েলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
