নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মা-বাবার সঙ্গে অভিমান করে আরেফিন জাহিদ (১৬) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নিজেদের ভাড়া বাসার রান্না ঘরে ফাঁসিতে ঝুঁলে সে আত্মহত্যা করে। জাহিদ সৃষ্টি কলেজ অব টাঙ্গাইলের একাদশ শ্রেণির ছাত্র এবং সখীপুর উপজেলার কাজীরামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদ এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে টাঙ্গাইল সৃষ্টি কলেজে ভর্তি হয়। কিন্তু সে নিয়মিত ক্লাস না করায় বিকেলে তার মা-বাবা তাকে শাসন করেন। পরে ওই ছাত্র অভিমান করে রান্না ঘরের আড়ার সঙ্গে ফাঁসি দেয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।