- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সখীপুর উপজেলা পরিষদ মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারি হাছিনা আক্তার ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।