ইসমাইল হোসেনঃ সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্ম্মেলনে বিল্লাল হোসেনকে সভাপতি ও সহিদুুল ইসলাম সহিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এর আগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলন অন্যান্যের মধ্যে ভূয়াপুর- গোপালপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল ০৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত সিকদার, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট এর ভাইস চেয়ারম্যান আতাউল মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।