নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উদযাপিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার হাতীবান্ধা ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ উপাসনার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষে বড়দিনের শুভেচ্ছা জানাতে চার্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, নেজারত ডেপুটি কালেক্টর দীপ ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাহমিনা আক্তার চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাজাহান খান রবিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলার শাখার সভাপতি নরেশ বাবু প্রমুখ চার্চে সমবেত হন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বড়দিনের কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
–এসবি/সানি