নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নে ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম মিয়া। আজ রোববার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং চলমান খাদ্য সংকটে দরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলামের নির্দেশে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বলে ওই নেতা জানান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান দুলাল, কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস শাওন, যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের আহবায়ক খন্দকার রকিবুল হাসান বিজয়সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-এসবি/সানি