সখীপুরে তরুণ লেখক মোজাম্মেল হক সজলের ‘যুুুদ্ধে যাওয়া দশ যুবকের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে ইউএনও আমিনুর রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় অধ্যক্ষ রহিজ উদ্দিনের সভাপতিত্বে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক মামুন হায়দারসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিককর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। বইটির লেখক মোজাম্মেল সজল জানান, কাদেরিয়া বাহিনীর নেতৃত্বে সখীপুরের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে গল্পগুলো লেখা হয়েছে। এ গ্রন্থের গল্পগুলো গল্প নয়; বাস্তব এবং সত্য ঘটনা।


‘যুুুদ্ধে যাওয়া ১০ যুবকের গল্প’
বইয়ের মোড়ক উন্মোচন