
- নিজস্ব প্রতিবেদক: ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা’য় অংশ গ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী হাবীবা তাসলিন। দুর্নীতি দমন কমিশন ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা-২০১৬’ বিষয়ে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতায় অংশ গ্রহণের আহবান করে।
প্রতিযোগিতায় সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী হাবীবা তাসলিন অংশ নিয়ে ক- বিভাগে প্রথম স্থান অধিকার করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়াম থেকে সম্প্রতি হাবীবা প্রথম স্থান অধিকারের পুরস্কার গ্রহণ করেছে।