স্পোর্টস ডেস্ক: খোঁজ দ্যা স্পিনার নাম্বার ওয়ান। খোঁজ চলছে সারাদেশে। গত সোমবার টাঙ্গাইল স্টেডিয়ামে দিনব্যাপী খোঁজ দ্যা স্পিনার নাম্বার ওয়ানের রেজিষ্ট্রেশন ও বাঁছাই শেষ হয়েছে। টাঙ্গাইলে মোট ১৭৩জন স্পিনার রেজিষ্ট্রেশন করেন। তাদের মধ্যে টাঙ্গাইলের ২২জনসহ মোট ২৪জন ইয়েস কার্ড পেয়েছে। ইয়েসকার্ড প্রাপ্ত বোলাররা পরবর্তী রাউন্ডে যাবে।
বাছাই পর্বে সিলেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ময়মনসিংহ জেলা কোচ মো. জাকির হোসেন ও টাঙ্গাইল জেলা কোচ মো. আরাফাত রহমান। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী এ হাসান খান ফিরোজ ও এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক মো. নাসির উদ্দিন।
সূত্র: ভাষানীর কথা