অনলাইন: রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জনসাধারণের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এসংক্রান্ত একটি প্রচারপত্র আনিসুল হকের সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)-এর আখাউড়া উপজেলায় রবিবার (৩ মার্চ) থেকে বিতরণ শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল কালের কণ্ঠকে বলেন, ‘রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছড়ায়। এ ছাড়া অনেকে একসঙ্গে প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনে জিনিসের দাম বাড়াতে নিজের অজান্তেই সহযোগিতা করে।
এসব থেকে উত্তরণে আইনমন্ত্রী সাধারণ মানুষের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন। বিষয়টি মাইকিং আকারেও প্রচার করা হবে। আপাতত প্রচারপত্র বিলি করা হচ্ছে।’
প্রচারপত্র বিলির সময় মো. তাকজিল খলিফা কাজল ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, ওয়ার্ড কাউন্সিলর মো. বাবুল মিয়া, মো. বাহার মিয়া, শিপন হায়দার, শফিকুল ইসলাম স্বপন, মো. সিরাজুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।