নিজস্ব প্রতিবেদক: সখীপুরে শীতবস্ত্র বিতরণ করেছে লাবীব গ্রুপ। গত ১৩ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে এসব বস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শামা, লাবীব গ্রুপের উপ-ব্যবস্থাপক (ডিএমডি) মাহমুদুল আলম মনির প্রমুখ উপস্থিত ছিলেন। লাবীব গ্রুপের পক্ষ থেকে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার শীতার্তদের মাঝে ১০ হাজার স্যুয়েটার, ১০হাজার মাফলার ও ১০ হাজার শীতের টুপি বিতরণ করা হয়। লোকমান হোসেন (৫৯) নামের এক বৃদ্ধ বলেন, হাড় কাঁপানো শীতে শীতবস্ত্র পেয়ে বেশ ভালো লাগছে। সমাজের পয়সাওয়ালা ধনীরা যদি এভাবে এগিয়ে আসতো, তাহলে মানুষের শীতের কষ্ট থাকত না।
