নিজস্ব প্রতিবেদক: সখীপুরে শওকত মোমেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভাওয়াল মির্জাপুর একাদশ (৩-২) গোলে নাগবাড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আজ শনিবার বিকেলে সৃষ্টি সংঘ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড ‘নগদ’ -এর পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা অাবু হানিফ অাজাদ, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করে। টুর্নামেন্টে অাটটি দল অংশ নেয়। স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন।
-এসবি/শাকিল/সানি