- নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। গত বৃহস্পতিবার সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের অবকাঠামোসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ওইসব বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার সমাধানের আশ্বাস দেন।