ইসমাইল হোসেনঃ
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, “শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে। এ জন্য নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বেশি বেশি বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে।
পড়ালেখা না করে জীবনে কেউ জ্ঞানী হতে পারে না। বৃহস্পতিবার সকালে সখীপুর উপজেলার গোহাইলবাড়ী আমির উদ্দিন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “ এ গ্রামের কৃতি সন্তান পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন। তিনি শিক্ষা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সততার সঙ্গে চাকুরী করেছেন। তিনিসহ আমরা যদি শিক্ষা অর্জন না করতাম তাহলে আমরা এ অবস্থানে আসতে পারতাম না। আমরা যারা সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছি সকলে বই পড়েই এ পর্যন্ত এসেছি। ছেলে মেয়েরা যত বেশী লেখাপড়া করবে সে ততো বেশী জ্ঞানার্জন করবে। তাই সন্তানদেরকে পড়ালেখার প্রতি উৎসাহ প্রদান করার জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি আমির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান, ওসি আমীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, কলজের অধ্যক্ষ বেলায়েত হোসেন প্রমুখ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। দেশটাকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।