27 C
Dhaka
Sunday, April 27, 2025

সখীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫লাখ টাকা অর্থ সহায়ত

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের...

সখীপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের ধান...

‌শিল্পী সংস্থার আহ্বায়ক নির্বা‌চিত হ‌লেন কণ্ঠশিল্পী আবু বকর সি‌দ্দিক

জাতীয়‌শিল্পী সংস্থার আহ্বায়ক নির্বা‌চিত হ‌লেন কণ্ঠশিল্পী আবু বকর সি‌দ্দিক

সাইফুল ইসলাম সা‌নি:
বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী সংস্থার আহ্বায়ক নির্বা‌চিত হ‌য়ে‌ছেন সখীপু‌রের কৃ‌তি সন্তান দেশবরেণ্য কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। একই ক‌মি‌টির সদস্য স‌চিব নির্বা‌চিত হ‌য়ে‌ছেন জগন্নাথ ব্যানার্জী। কণ্ঠশিল্পী আবু বকর সি‌দ্দিক শিল্পী স‌মি‌তির আহ্বায়ক নির্বা‌চিত হওয়ায় সরকা‌রি সা’দত ক‌লে‌জের অধ্যক্ষ ও চর্যা গ‌বেষক আলীম মাহমুদ ও সখীপুর বার্তা পরিবারসহ সুধীজ‌নেরা শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন।

ক‌মি‌টির অন্য সদস্যরা হলেন- বিশ্বজিৎ সরকার, শাহীন সরদার, রতন কুমার রায়, মোশাররফ হোসেন, একেএম মোস্তাফিজুর রহমান, সাকিল মোঃ সাবিরউদ্দিন, সুলতান মাহমুদ, শিমু রাণী দে, প্রনব কান্তি সরকার, আলী আহম্মেদ, আশরাফ হোসেন শাহজাদা, লিয়াকত হোসেন, আফতাব আহমেদ, মানিক মাহমুদ, মুকুল দত্ত, মোঃ নাসিরউদ্দিন, তাজুল ইসলাম, শামীম আহমেদ, ফাতেমা আফরোজ সোহেলী, অনুপমা আচার্য্য, মুহাম্মদ মতিউর রহমান, কাজল রেখা, খায়রুন নাহার, মোঃ শহীদুল ইসলাম, মঈনউদ্দিন কোহেল, আবদুস সালাম, আহসান হাবিব হারামাইন, নিখিল কৃষ্ণ মজুমদার ও স্বপন খান। বাংলা‌দেশ বেতারের নিজস্ব শিল্পী সংস্থার ৩১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এসবি/ডেস্ক

Check out our other content

Check out other tags:

Most Popular Articles