নিজস্ব প্রতিবেদক : সখীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকালে মুখতার ফোয়ারা চত্ত্বরে লাইফ কেয়ার ক্লিনিকের সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সখীপুর প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, ইউএনও এসএম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, পৌর মেয়র আবু হানিফ আজাদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাফিউল করিম খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক মামুন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।