নিজস্ব প্রতিবেদক: দু’টি জাতীয় দৈনিকের অনলাইনে সংবাদ প্রকাশের পর খাদ্য সামগ্রী, নগদ টাকা পেয়েছে ঘর পুড়ে যাওয়া অসহায় রাজিয়া। এসময় একটি নতুন ঘর ও প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিমাসে ২০ কেজি করে চাল সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছে রাজিয়াকে। আজ রোববার সন্ধ্যায় সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা রাজিয়ার বাড়িতে গিয়ে এ প্রতিশ্রুতি দেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম, কলের কণ্ঠের সখীপুর প্রতিনিধি প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, স্থানীয় সাংবাদিক ইসমাইল হোসেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আজ বিকেলে “কোথায় থাকবে রাজিয়া?” -এই শিরোনামে দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক বাংলাদেশের খবর অনলাইনে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার নজরে এলে তাৎক্ষণিক তিনি উপজেলার কাকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অসহায় রাজিয়ার বাড়িতে ছুটে যান। ইউএনও’র সহায়তা পেয়ে রাজিয়া আবেগে কেঁদে ফেলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, খবরটি দেখে আমি এক মুহূর্তও বসে থাকতে পারিনি। অচিরেই রাজিয়ার ঘরের ব্যবস্থা করা হবে। তাকে কিছু খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে এসেছি।
উল্লেখ্য, আজ রোববার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে উপজেলার কাকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রাজিয়ার একমাত্র থাকার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘরটিতেই তিন সন্তান নিয়ে বসবাস করতো রাজিয়া। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারটি একেবারেই অসহায় হয়ে পড়ে।
–এসবি/সানি