নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার আড়াইপাড়া বাজার থেকে ২০ পিচ ইয়াবাসহ সাজ্জাত হোসেন সজীব (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাজ্জাত উপজেলার দেবরাজ গ্রামের আবুবকর সিদ্দিকীর ছেলে। এ ব্যাপারে শুক্রবার সকালে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। শুক্রবার সকালে সজীবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়সাল আহমেদ জানান, গ্রেপ্তার হওয়া সাজ্জাত হোসেন ময়মনসিংহের ভালুকা উপজেলার আংগারগারা বাজারে কাঠমিস্ত্রির কাজ করেন। পুলিশের কাছে গোপন খবর ছিল সে মাঝে মধ্যেই ইয়াবা নিয়ে মোটরসাইকেল যোগে সখীপুরের আড়াইপাড়া বাজারে এসে ইয়াবা বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার ভোরে তাঁকে ইয়াবাসহ হাতে নাতে ধরে ফেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, সখীপুরকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাঁরই ধারাবাহিকতায় সাজ্জাতকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসবি/ইসমাইল