ইসমাইল হোসেনঃ
সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২২ মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড়চওনা সততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ে এ সন্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসানের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এমও গণি, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, ইউপি সদস্য মিজানুর রহমান, ওই সংঘঠনের সভাপতি মোঃ আমানউল্লাহসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।