নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায়
সখীপুরের গজারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুই শতাধিক হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী ইউনিয়ন আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সখীপুরীর
ব্যক্তিগত তহবিল থেকে সামাজিক দূরুত্ব বজায় রেখে এ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুর রশিদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলার গজারিয়া ইউনিয়ন আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সখীপুরীর ব্যক্তিগত তহবিল থেকে বুধবার বিভিন্ন ওয়ার্ডের দুইশতাধিক দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি আল, ১ কেজি পেঁয়াজ, আদা কেজি ডাল ও একটি করে সাবান বিতরণ করা হয়। এডভোকেট আনোয়ার হোসেন সখীপুরী বলেন, দেশের এ অবস্থাতে বেশি অসহায় দিনমজুররা। মূলত এরা দিন এনে দিন খায়। ওইসব দিনমজুরদের নাম তালিকা করে নিজ তহবিল থেকে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।