ইসমাইল হোসেনঃ সখীপুর উপজেলার জিতাশ্বরী “রেনেসাঁ ছাত্র কল্যাণ সংসদের” উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সংঘটনটির কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন গ্রামের ৫০ জন দুস্থ ও অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় । বিতরণে অনুষ্ঠানে রেনেসাঁ ছাত্র কল্যাণ সংসদের সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে স্থানীয় ইউপি সদস্য হযরত সিকদার, প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাকালীন সভাপতি এনামুল হক লাভু, সাবেক সভাপতি রুহুল আমীন, সাবেক সাধারণ সম্পাদক আতিকুত রহমান তারা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন বলেন, রেনেসাঁ ছাত্র কল্যাণ সংসদ একটি সামাজিক কল্যাণ সংঘটন। সমাজের নানা উন্নয়ন মূলক কাজে আমরা অংশগ্রহণ করে থাকি। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।