নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের বিবর্তন স্কুলের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলন উৎসবের আয়োজনের করা হয়। এ উপলক্ষে বুধবার বিবর্তন স্কুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দুপুরে প্রীতিভোজ, আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে আতশবাজি উৎসব হয়। কয়েক হাজার সাবেক শিক্ষার্থী ওই অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বিবর্তন স্কুলের প্রতিষ্ঠাতা ও সখীপুর আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রেনুবর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের চেয়ারম্যান ড. হেলাল উদ্দিন আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল প্রমুখ।
এসবি/ইসমাইল