নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সখীপুর উপজেলার বড়চওনা এলাকায় ব্যক্তি উদ্যোগে চার শতাধিক হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড়ের ইউপি সদস্য মিজানুর রহমান, ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও মনমোহন শাহর ব্যক্তিগত অর্থায়নে এ সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, ইউপি সদস্য মিজানুর রহমান, ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম মজর আলী ও মনমোহন শাহর ব্যক্তিগত তহবিল থেকে রোববার সন্ধ্যায় ৪নং ওয়ার্ডে বড়চওনা এলাকার প্রায় চার শতাধিক হতদরিদ্র ব্যক্তির মাঝে ময়দা, তেল ও নগদ অর্থও বিতরণ করা হয়। বিতরণে ক্লাব মাইজোন, বেলতলী এবং বড়চওনা অনলাইন ব্লাড ডোনেটিং এসোসিয়েশন নামের দুটি সেচ্ছাসেবী সংঘটন এ বিতরণ কর্মসূচিতে অংশ নেয়। ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি মহামারীতে সরকারের পাশাপাশি বাংলাদেশের ধনী ব্যক্তিরা যদি গরীবদের উপকারে তাদের হাত বাড়িয়ে দেন তাহলে কোন গরীব না খেয়ে দিন কাটাতে হবে না।