নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার বড়চওনার গ্রামে শতাধিক দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফেসবুক ভিত্তিক “সখীপুর নিউজ” নামের একটি পেইজে সদস্যদের উদ্যোগে মঙ্গলবার বিকালে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয় । এ বিষয়ে সাজ্জাদ ইসলাম শাহীন বলেন, বড়চওনা গ্রামে শতাধিক দরিদ্রের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা ও কলেজছাত্র আকাশ।