20 C
Dhaka
Sunday, November 23, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরের মুজিব কলেজ-ইছাদিঘী সড়ক বেহাল, ভোগান্তি

সখীপুরসখীপুরের মুজিব কলেজ-ইছাদিঘী সড়ক বেহাল, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার সরকারী মুজিব কলেজ-ইছাদিঘী-ছলংগা সড়কের কলেজ অংশে খানাখন্দকের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে সখীপুর, বাসাইল, ঘাটাইল ও কালিহাতী উপজেলা হতে ভালুকা-সিডস্টোর হয়ে ময়মনসিংহ ও রাজধানী ঢাকায় পণ্যবাহী গাড়ী ও লোকজন যাতায়াত করে থাকে। ভুক্তভোগী এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এ বেহাল অবস্থা থাকলেও কর্তৃপক্ষের নজরে আসেনি।
সরেজমিনে দেখা যায়, চলতি বর্ষায় ওই সড়কের সরকারী মুজিব কলেজ অংশে খানাখন্দকের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দকে পানি জমে ছোট-বড় ডোবায় পরিণত হয়েছে। পণ্যবাহী গাড়ী ওই ডোবায় দেবে ঘন্টার পর ঘন্টা আটকে পড়ে থাকে। সরকারী মুজিব কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজে আসতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ওই কলেজের একাধিক শিক্ষক জানান, সড়ক দিয়ে কলেজে যেতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অনেক শিক্ষকের দাপ্তরিক কাজে কলেজে যেতে হয়। বিকল্প সড়ক না থাকায় চরম ভোগান্তির মধ্যেও যেতে হচ্ছে তাদের।
স্থানীয় পৌর কাউন্সিলর ফজলুর রহমান বলেন, সড়কের খানাখন্দকের সৃষ্টি হওয়ায় দুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের লিখিতভাবে জানানো হয়েছে। তিনি বলেন- ওই সড়কের কলেজ অংশ পর্যন্ত ইট, খোয়া ও বিটুমিন উঠে গিয়ে যে ধরণের খাদের সৃষ্টি হয়ে তাতে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় ওই সড়ক দিয়ে টাঙ্গাইলের কয়েকটি উপজেলার লোকজন ময়মনসিংহ ও ঢাকায় যাতায়াত করে থাকে। এছাড়াও চলাচলের সুবিধার্থে ময়মনসিংহ ও ঢাকা থেকে পণ্যবাহী গাড়ী টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলায় এ সড়ক দিয়েই আসে। যদিও এটি ছোট সড়ক তবু সময় কম লাগায় এ সড়ক দিয়ে পণ্যবাহী গাড়ী ও লোকজন যাতায়াত করে জানিয়ে তিনি সড়কটি প্রশস্তকরণসহ দ্রুত মেরামত করার আহবান জানান।
উপজেলা এলজিইডির প্রকৌশলী এসএম হাসান ইবনে মিজান বলেন, ওই সড়ক পরিদর্শন করে খানাখন্দকগুলো ইট, খোয়া ও বালু দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করা হবে। খুব শিগগিরই সংস্কারের জন্য প্রাক্কল ব্যয় তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles