ইসমাইল হোসেনঃ সখীপুর উপজেলার সুরীরচালা আ.হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিনকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি ওইসব অভিযোগের সত্যতা পাওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার (৩০ ডিসেম্বর) তাঁকে চূড়ান্ত বরখাস্ত করা হয়। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, ম্যানেজিং কমিটি গত ৩ নভেম্বর প্রধান শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিনকে অর্থ কেলেষ্কারিসহ নানা অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করে। পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। প্রধান শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিন বলেন, আমি এখনও চূড়ান্ত বরখাস্তের চিঠি পাইনি। যদি বরখাস্ত করে থাকে তাহলে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া অভিযোগের ভিত্তিতেই করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিনকে চূড়ান্ত বরখাস্তের একটি অনুলিপির কপি পেয়েছি।
