নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের পান সুপারি ব্যবসায়ী করোনায় আক্রান্ত নয়। এমনকি তাঁর পরিবারের চার সদস্যও করোনা ‘নেগেটিভ’। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। করোনাভাইরাস সন্দেহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গত বুধবার বিকেলে তাঁর লাশ দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তির মৃত্যু খবর শুনে রাতেই মৃত ব্যক্তির পরিবারের পাঁচজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। শুক্রবার আসা ফলাফলে মৃত ব্যক্তিসহ পাঁচ সদস্যের কারো দেহে করোনা শনাক্ত হয়নি।


