নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিশা মিয়া নামের ৯০ বছরের এক বৃদ্ধ গত তিন ধরে নিঁেখাজ রয়েছেন। ওই বৃদ্ধের বাড়ি উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া পশ্চিমপাড়া গ্রামে। বৃদ্ধের বড় ছেলে হায়দার আলী জানান, গত ৬ মার্চ বৃদ্ধ বিশা মিয়া কচুয়া থেকে তার ছোট ছেলে শফিকুল ইসলামের ঢাকার শ্যাওড়া পাড়া এলাকার বাসায় যান। ৭ মার্চ সকালে ওই বাসা থেকে বাড়িতে (সখীপুর) আসার উদ্দেশ্যে রওনা দিয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে শুক্রবার বৃদ্ধের বড় ছেলে হায়দার আলী সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।